একাত্তরের মার্চে কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ২৫ মার্চ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী যখন বাঙালী হত্যা শুরু করে বিশেষত ইপিআর-এর সদস্য ও তাদের পরিবার-পরিজনের ওপর নির্বিচারে আক্রমণ চালায় তখন ইপিআর সদস্যদের পরিবার-পরিজনের আর্তনাদ তাঁকে বিক্ষুব্ধ করে তোলে। সেই নৃশংস দৃশ্য দেখে মেজর (অব.) কাজী নূর-উজ্জামান তাঁর পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন হানাদারের বিরুদ্ধে আবার অস্ত্র তুলে নেওয়ার। তিনি তাঁর পরিবার-পরিজনকে ময়মনসিংহ জেলার গান্ধিনা নামক এক গ্রামে পাঠিয়ে ২৮ মার্চ তৎকালীন কর্নেল শফিউল্লাহর ব্যাটালিয়নে যোগ দেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানী কাজী নূর-উজ্জামানকে নিজের সাথে রেখে বিভিন্ন কাজের দায়িত্ব অর্পণ করেন। জুলাই মাসে তিনি ৭নং সেক্টরে কমান্ডার হিসেবে দায়িত্ব পান।
অসীম সাহসী স্বাধীনচেতা এই মানুষটির জন্ম ২৪ মার্চ ১৯২৫ সালে। পিতার নাম খান সাহেব কাজী সদরুলওলা, মাতার নাম রতুবুন্নেসা। কলকাতা সেন্ট-জেভিয়ার্স কলেজের কেমিস্ট্রির ছাত্র থাকা অবস্থায় অনার্স পরীক্ষা শেষ না করেই বাবার অমতে তিনি ১৯৪৩ সালে নেভিতে ভর্তি হন। নেভিতে চাকরিরত অবস্থায় ব্রিটিশ অফিসারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ঘটায় দু-দুবার কোর্ট মার্শাল হয়; অত্যন্ত বুদ্ধিমত্তার কারণে সেই কোর্ট মার্শাল থেকে তিনি রেহাই পান। ১৯৪৬ সালে পণ্ডিত জওহরলাল নেহরুর আহ্বানে নেভি থেকে সেনাবাহিনীতে ট্রান্সফার নেন।
১৯৪৯ সালে ইংল্যান্ডের রয়েল আর্টিলারি স্কুল থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে কাশ্মির যুদ্ধে জেলাম সেক্টরে যোগদান করেন। ১৯৫০ সালে ক্যাডেট ট্রেনিং স্কুলে শিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৫৬ সালে মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৫৮ সালে স্টাফ কলেজে অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন শেষে এই সিদ্ধান্তে পৌঁছান যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান করেনি এবং ভবিষ্যতেও যুদ্ধ দিয়ে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি ১৯৬২ সালে ইপিআইডিসিতে বদলি হয়ে আসেন। এখানেও পশ্চিম পাকিস্তানি আমলাদের সাথে তাঁর মতবিরোধ দেখা দেয়। আমলাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তিনি ১৯৬৯ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন এবং ব্যবসায় মনোনিবেশ করেন। কর্নেল কাজী নুর-উজ্জামান আর্মিতে চাকরিকালীন সময় থেকেই বিশেষ করে ১৯৬২ সাল থেকে এদেশের প্রগতিশীল শিক্ষক চিন্তাবিদ লেখক বুদ্ধিজীবীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। ড. আহমদ শরীফ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ডিন তখন থেকেই কাজী নূর-উজ্জামান ড. আহমদ শরীফের স্বাতন্ত্র্য-বৈশিষ্ট্যের প্রতি আকৃষ্ট হন এবং তাঁর সান্নিধ্যে আসেন। ড. আহমদ শরীফের সমাজচিন্তা, স্পষ্টবাদিতা এবং চারিত্রিক দৃঢ়তার জন্য তিনি তাঁকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। ড. শরীফ প্রতিষ্ঠিত স্বদেশ চিন্তা সঙ্ঘের সাথেও তিনি ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে ড. আহমদ শরীফের মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। কর্নেল কাজী নূর-উজ্জামান বীরউত্তম সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে একসময় বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন।
কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান একজন প্রতিবাদী মানুষ ছিলেন। দেশী-বিদেশী সকল প্রতিক্রিয়াশীল বিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ আন্দোলনকামী জনতাকে উদ্বুদ্ধ করেছে। তিনি ছিলেন বাংলাদেশ লেখক শিবির-এর অন্যতম সদস্য, ছিলেন গণতান্ত্রিক সংস্কৃতি ফ্রন্টের অগ্রভাগে। কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান বীরউত্তমকে আহ্বায়ক করে প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো গড়ে তুলেছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক কমিটি। ১৯৮৫ সালে গঠিত মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান বীরউত্তম। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটি আয়োজিত গণআদালতের অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেন এই সাহসী যোদ্ধা। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে সাপ্তাহিক নয়াপদধ্বনি। 'একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়' গ্রন্থের অন্যতম সম্পাদক কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান বীরউত্তম।
তাঁর রচিত গ্রন্থসমূহ-'মুক্তিযুদ্ধ ও রাজনীতি', 'বাংলাদেশের সমাজ ও রাজনীতি' এবং 'স্বদেশ চিন্তা' সুধীজন কর্তৃক সমাদৃত।
কাজী নূর-উজ্জামান ২০১১ সালের ৬ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তথ্যসূত্র: 'একাত্তরের মুক্তিযুদ্ধ- একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা'-লেখক কর্নেল (অব.) কাজী নূর-উজ্জামান।
লেখক : মৌরী তানিয়া
কাজী নূরুজ্জামান সম্পর্কে জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
Colonel (Retd.) Quazi Nooruzzaman was a retired army Major before the liberation war of 1971. On 25 March he was grief-stricken and angered at the brutal killing of Bengali EPR members and their families by the Pakistani army. Seeing the brutality, Major (Retd.) Quazi Nooruzzaman consulted with his family and decided to take up arms against the invaders. Sending his family to a village named Gandhina in the district of Mymensingh, he made contact with (then) Major Shafiullah’s battalion. War commander (then) Colonel M. A. G. Osmani kept Major Nooruzzaman by his side and assigned him to various tasks. In July, Quazi Nooruzzaman was appointed sector commander of sector 7.
This brave and independent man was born on March 24, in 1925. His father was Khan Sahib Sadrullah. His mother was Ratubunnesa. Before completing his honors in chemistry at St. Xavier's College, Calcutta, he joined the Navy in 1943, without the approval of his father. Serving with the Navy led to disagreements on several occasions with British officers. That took him to the Court Martial twice, but because of his being highly intelligent he was spared.
In 1946, on the call of Pandit Jawaharlal Nehru, he transferred from the Navy to the Army.
After receiving higher education from England’s Royal Artillery School in 1949, he joined the war in Kashmir in Jhelum sector. He worked as a teacher at Cadet Training School in 1950. In 1956 he was promoted to Major.
In Staff College in 1958, after careful study, he concluded that war did not solve any problems, and it is not possible to solve the political problems of the future with war. With this decision, he was transferred in EPIDC in 1962. There too, he had disagreements with the West Pakistani bureaucrats . He was angry with the civil servants and so he voluntarily retired from service in 1969 and concentrated on business.
Army Colonel Quazi Nooruzzaman in his working life, especially since 1962, developed a close relationship with the country's progressive schools of thought and intellectual authors. When Ahmed Sharif was the Dean of the Faculty of Arts, University of Dhaka, Qazi Nooruzzaman was attracted to his distinction and made contact with him. Ahmed Sharif respected Nooruzzaman’s social opinions, freedom, and firmness of character. Nooruzzaman was closely involved with the institutes Sharif established in the country and worked with him until his death. Colonel Quazi Nooruzzaman, Bir-Uttam, wrote regular columns in several newspapers, against imperialism and domination.
Colonel (Retd.) Quazi Nooruzzaman was a defiant person. He inspired the participation of crowds in all domestic and foreign reactionary opposition movements. He was one of the authors of the camp of Bangladesh, a member of the Democratic Front at the forefront of culture. Colonel (Retd.) Quazi Nooruzzaman, Bir Uttam, as committee convener, developed progressive political movements for democratic anti-fascist forces. He was a founder of the Centre for the Development of the Spirit of the Liberation War in 1985. He served as a judge at the People's Court. Trojan.Weekly was published under his editorship. He was the editor of “Ekattorer Ghatok O Dalalra Ke Kothay” (Whereabouts of the Traitors and Collaborators of ‘71 ).
His books-”Muktijuddha O Rajniti” (Liberation War and Politics,” “Bangladesher Shomaj O Rajniti” (Society and Politics of Bangladesh,) and the” Swadesh Chinta” (Patriotic Thoughts) are favourites of citizens.
Quazi Nooruzzaman succumbed to death on May 6, 2011.
Source: “Ekattorer Muktijuddha-Ekjon Sector Commander Er Sritikotha”-Author Colonel (Retd.) Quazi Nooruzzaman.
Author:Mouri Tania
Read more about Quazi Nooruzzaman From the following links:
গণহত্যা বন্ধ করুন
জহির রায়হানের একটি শর্ট ফিল্ম
STOP GENOCIDE
A short film by Zahir Raihan
TRIBUTE TO QUAZI NOORUZAMAN BIR UTTAM
1. Mr. A.S.M.Shahidullah Khan - Chairperson
2. Dr. Naila Khan - Trustee
3. Mrs. Lubna Marium - Trustee
4. Mr. Jamal Ahmed Sufi - Trustee
5. Dr. Qayyum Khan - Trustee
6. Mr. Zonayed Saki - Trustee
1. To promote, sponsor, co-ordinate activities for the advancement progressive and critical thinking in Bangladesh.
2. To organize seminars, conferences, and discussions with professionals and other persons interested in developing the Trust's objectives.
3. To arrange a Yearly Memorial Lecture in consonance with the aims of the Trust.
4. To publish journals, brochures, audio-visual outlets and create a website for the promotion and advancement of progressive and liberal thinking.
5. To co-ordinate or affiliate with any other association, national, regional, or international, whose objectives are similar to those the Trust.
6. To offer scholarships and fellowships to deserving candidates to persue research in consonance with the objectives of the Trust.
Quazi Nooruzzaman (1925 – 2011) was the primary founder of the "Ghatak Dalal Nirmul Committee," (Committee to Uproot the Collaborators and Traitors of 1971) and worked to raise awareness about the Liberation War. He was editor of the weekly Noya Pododdhoni (New Footsteps.) He was the lead editor of Ekattorer Ghatak O Dalalra Kay Kothaye (Whereabouts of the Traitors and Collaborators of 71'). His books include Muktijuddho O Rajniti (The Liberation War and Politics), Bangladesher Samaj O Rajniti (Society and Politics in Bangladesh) etc.
On the occasion of Sector Commander Late Quazi Nooruzzaman's 5th death Anniversary, the Quazi Nooruzzaman Trust, in association with Samaj Chinta Forum, is pleased to arrange the FIRST MEMORIAL LECTURE by Dr. Qayyum Khan. as follows:
Date: May 6, 2016, Friday
Time: 4:30 pm
Place: Kobi Shamsur Rahman Auditorium, Bangla Academy, Dhaka
We offer yearly Fellowship for relevant research, followed by a yearly Seminar where the findings of the research will be presented.
We offer yearly presentation of 'Quazi Nooruzzaman Award' for outstanding contribution in the field of Development and Politics.
We offer contribution of books to various Libraries in Bangladesh.
© quazinooruzzaman.com 2016, Developed By: Single Bit IT Solutions